• Dhuʻl-Qiʻdah 24, 1446 AH ||
  • Wednesday, May 21st, 2025
  • || 5:07 PM

ইসলামে পতাকার মর্যাদা

ইসলামে পতাকার মর্যাদা
  • একটি স্বাধীন দেশ ও জাতির মর্যাদার প্রতীক পতাকা। ইসলামেও রয়েছে পতাকার আলাদা গুরুত্ব ও মহিমা। রাসুল (সা.) যেকোনো অভিযানে পতাকা সঙ্গে রাখতেন। সাহাবিদের অন্তরেও পতাকার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও আগ্রহ ছিল। সাহাবায়ে কেরাম জীবনবাজি রেখে আগলে রাখতেন নিজ দলের পতাকা। মুতার যুদ্ধে পতাকার প্রতি অসীম ভালোবাসা প্রদর্শন করেছেন সাহাবি হজরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা (রা.)। তখন শত্রু সৈন্যের তোপের মুখে পড়ে আঘাতে আঘাতে খান খান হয়ে যাচ্ছিলেন অনেক সাহাবি (রা.)। কিন্তু পতাকা হাতে অনড় সাহাবি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা (রা.)।
  •  
  • এক সময় প্রতিপক্ষের তলোয়ারের আঘাত লাগে তার ডান হাতে। ভারী আঘাতে কেটে পড়ে পতাকাবাহী হাত। সাহাবি পতাকা ছাড়েননি। হাত বদল করে বাম হাতে পতাকা উড়ান। আঘাত আসে বাম হাতেও। সত্যের বিজয়ী পতাকা তখনও উড়ছে। এবার পতাকা উড়ছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কনুই-পেটে। ক্রমেই বাড়ছে যুদ্ধের ভয়াবহতা। ধাওয়া-পাল্টা ধাওয়া। আক্রমণ-পাল্টা আক্রমণ। এক সময় পুরো হাতই শেষ। এবার সাহাবি পতাকা মুখে নিলেন। পতাকা উড়ছে সাহাবি আব্দুল্লাহ ইবনে রাওয়াহার মুখে। তবু পতাকা ছাড়েননি তিনি। (বুখারি : ২/৬১১)
  •  
  • আমাদের প্রিয় দেশও রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছে এবং আকাশে উড়িয়েছে বিজয়ের পতাকা। ত্রিশ লাখ শহীদের তাজা রক্তের বিনিময়ে মুক্ত হয় এ দেশের মাটি ও মানুষ। একাত্তরে আমাদের দেশের জন্ম; জন্ম একটি পতাকা ও স্বতন্ত্র মানচিত্রের। নিজ দেশ ও জাতির পতাকা বহন করার গৌরব অপরিসীম। ইসলামের ইতিহাস থেকে এ শিক্ষাই আমরা পাই। হজরত আবুল আব্বাস সাহল ইবনে সাদ সায়েদি (রা.) থেকে বর্ণিত, ‘রাসুল (সা.) খায়বার যুদ্ধের দিন বললেন, নিশ্চয় আমি আগামীকাল যুদ্ধের পতাকা এমন এক ব্যক্তির হাতে অর্পণ করব, যার মাধ্যমে আল্লাহ বিজয় দান করবেন, আর সে ব্যক্তি আল্লাহ ও তার রাসুলকে ভালোবাসে এবং আল্লাহ ও তার রাসুলও তাকে ভালোবাসেন।
  •  
  • তারপর সবাই রাতে এই আলোচনায় মগ্ন থাকল যে, কোন ব্যক্তির হাতে পতাকা অর্পণ করা হবে। ভোরে সবাই রাসুল (সা.)-এর কাছে সমবেত হলো। প্রত্যেকেরই আকাক্সক্ষা ছিল যে, পতাকা তার হাতে অর্পিত হোক। কিন্তু তিনি জিজ্ঞাসা করলেন, আলী ইবনে আবু তালেব কোথায়? বলা হলো, হে আল্লাহর রাসুল! তার দুচোখে ব্যথা হচ্ছে। তিনি বললেন, তাকে ডেকে পাঠাও। সুতরাং তাকে ডেকে আনা হলো। তারপর রাসুল (সা.) তার চক্ষুদ্বয়ে থুথু লাগিয়ে দিলেন এবং তার জন্য দোয়া করলেন। ফলে তিনি এমন সুস্থ হয়ে গেলেন; যেন তার কোনো ব্যথাই ছিল না। অতঃপর তিনি তার হাতে যুদ্ধের পতাকা অর্পণ করলেন।’ (মুসলিম : ১৮৯৪; আবু দাউদ : ২৭৮০; মুসনাদে আহমদ : ১২৭৪৮)
  •  
  • পতাকার প্রতি রাসুল ও সাহাবায়ে কেরামের মর্যাদাবোধ আমাদের উজ্জীবিত করে। এ জন্য আমরা আমাদের জাতীয় পতাকাকে ভালোবাসি। আমাদের লাল-সবুজের পতাকা আমাদের অহঙ্কার, গর্ব ও গৌরব। আমাদের পতাকার সবুজের বুকে লাল রক্তের মতো লাল রঙ পাকিস্তানি জালিম শাসকের বিরুদ্ধে সংঘটিত মুক্তি সংগ্রামে অজস্র বাঙালির শহীদ হওয়ার সাক্ষ্য বহন করে।
comment
Comments Added Successfully!