• ||
  • Thursday, May 2nd, 2024
  • ||

কুরআনে বিশেষভাবে উল্লেখিত ১৫টি দোয়া

কুরআনে বিশেষভাবে উল্লেখিত ১৫টি দোয়া

নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘দোয়া হলো ইবাদতের মগজ’। দোয়া ছাড়া কেমন যেন ইবাদতের পূর্ণতা-ই আসে না! অবশ্য দোয়া করা বা আল্লাহর কাছে চাওয়ার কিছু পদ্ধতি রয়েছে। চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ কবুল করবেন নিশ্চয়। এক্ষেত্রে জনৈক কবি বলেন, ‘ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনেন না!’ দোয়া কবুলের বিষয়ে আল্লাহ নিজেও বলেছেন পবিত্র কোরআনে। তিনি বলেন, ‘আমাকে ডাক, আমি তোমাদের ডাকে সাড়া দিব।’ [সুরা মুমিন]। 

কিছু দোয়া আছে- একবার মুখস্থ করে নিলে সারা জীবন সময়ে সময়ে পড়া যাবে। নিচে পবিত্র কোরআনে বর্ণিত সহজ দশটি দোয়ার আয়াত অর্থসহ তুলে ধরা হলো।

 
১. رَبَّنَا ظَلَمۡنَآ أَنفُسَنَا وَإِن لَّمۡ تَغۡفِرۡ لَنَا وَتَرۡحَمۡنَا لَنَكُونَنَّ مِنَ ٱلۡخَٰسِرِينَ [الاعراف : ٢٣] 
‘হে আমাদের প্রভু, আমরা নিজদের উপর অন্যায় করেছি। আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদেরকে রহম না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব।’ [সুরা আ’রাফ : আয়াত ২৩]

২. رَّبِّ ٱغۡفِرۡ لِي وَلِوَٰلِدَيَّ وَلِمَن دَخَلَ بَيۡتِيَ مُؤۡمِنٗا وَلِلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِۖ وَلَا تَزِدِ ٱلظَّٰلِمِينَ إِلَّا تَبَارَۢا [نوح : ٢٨] 
‘হে আমার প্রভু! আমাকে, আমার পিতা-মাতাকে, যে আমার ঘরে ঈমানদার হয়ে প্রবেশ করবে তাকে এবং মুমিন নারী-পুরুষকে ক্ষমা করুন এবং ধ্বংস ছাড়া আপনি জালিমদের আর কিছুই বাড়িয়ে দেবেন না।’[সুরা নুহ : আয়াত ২৮]

৩. رَبِّ ٱجۡعَلۡنِي مُقِيمَ ٱلصَّلَوٰةِ وَمِن ذُرِّيَّتِيۚ رَبَّنَا وَتَقَبَّلۡ دُعَآءِ ٤٠ رَبَّنَا ٱغۡفِرۡ لِي وَلِوَٰلِدَيَّ وَلِلۡمُؤۡمِنِينَ يَوۡمَ يَقُومُ ٱلۡحِسَابُ [ابراهيم : ٤٠،  ٤١]
‘হে আমার প্রভু, আমাকে নামাজ কায়েমকারী বানান এবং আমার বংশধরদের মধ্য থেকেও (নামাজ কায়েমকারী বানান), হে আমাদের প্রভু, আর আমার দোয়া কবুল করুন। হে আমাদের প্রভু, যেদিন হিসাব কায়েম হবে, সেদিন আপনি আমাকে, আমার পিতামাতাকে ও মুমিনদেরকে ক্ষমা করে দিবেন।’ [সুরা ইবরাহিম : আয়াত ৪০-৪১]

৪. رَّبَّنَا عَلَيۡكَ تَوَكَّلۡنَا وَإِلَيۡكَ أَنَبۡنَا وَإِلَيۡكَ ٱلۡمَصِيرُ [الممتحنة : ٤]
‘হে আমাদের প্রতিপালক, আমরা আপনার ওপরই ভরসা করি, আপনারই অভিমুখী হই আর প্রত্যাবর্তন তো আপনারই কাছে।’ [সুরা মুমতাহিন : আয়াত ৪]

৫. وَٱلَّذِينَ يَقُولُونَ رَبَّنَا هَبۡ لَنَا مِنۡ أَزۡوَٰجِنَا وَذُرِّيَّٰتِنَا قُرَّةَ أَعۡيُنٖ وَٱجۡعَلۡنَا لِلۡمُتَّقِينَ إِمَامًا [الفرقان : ٧٣]   
‘হে আমাদের প্রভু, আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে। আর আপনি আমাদেরকে মুত্তাকিদের নেতা বানিয়ে দিন।’ [সুরা আল ফুরকান : আয়াত ৭৩]

৬. رَبَّنَآ ءَامَنَّا بِمَآ أَنزَلۡتَ وَٱتَّبَعۡنَا ٱلرَّسُولَ فَٱكۡتُبۡنَا مَعَ ٱلشَّٰهِدِينَ [ال عمران : ٥٣] 
‘হে আমাদের প্রভু, আপনি যা নাযিল করেছেন তার প্রতি আমরা ঈমান এনেছি এবং আমরা রাসূলের অনুসরণ করেছি। অতএব, আমাদেরকে সাক্ষ্যদাতাদের তালিকাভুক্ত করুন।’ [সুরা আলে ইমরান : আয়াত ৩৫]

৭. رَبَّنَا ٱغۡفِرۡ لَنَا ذُنُوبَنَا وَإِسۡرَافَنَا فِيٓ أَمۡرِنَا وَثَبِّتۡ أَقۡدَامَنَا وَٱنصُرۡنَا عَلَى ٱلۡقَوۡمِ ٱلۡكَٰفِرِينَ [ال عمران : ١٤٧] 
‘হে আমাদের প্রভু, আমাদের পাপ ও আমাদের কর্মে আমাদের সীমালঙ্ঘন ক্ষমা করুন এবং অবিচল রাখুন আমাদের পদসমূহকে, আর কাফির কওমের উপর আমাদেরকে সাহায্য করুন।’ [সুরা আলে ইমরান : ১৪৭]

৮. رَّبِّ ٱغۡفِرۡ وَٱرۡحَمۡ وَأَنتَ خَيۡرُ ٱلرَّٰحِمِينَ [المؤمنون : ١١٨] 
‘হে আমাদের প্রভু, আপনি ক্ষমা করুন, দয়া করুন এবং আপনিই সর্বশ্রেষ্ঠ দয়ালু।’ [সুরা মুমিনুন : আয়াত ১১৮]

৯. رَبَّنَآ ءَاتِنَا فِي ٱلدُّنۡيَا حَسَنَةٗ وَفِي ٱلۡأٓخِرَةِ حَسَنَةٗ وَقِنَا عَذَابَ ٱلنَّارِ [البقرة : ٢٠١] 
‘হে আমাদের প্রভু, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন। আর আখিরাতেও কল্যাণ দিন এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন।’ [সুরা বাকারা : আয়াত ২০১]

১০. رَبَّنَا لَا تُؤَاخِذۡنَآ إِن نَّسِينَآ أَوۡ أَخۡطَأۡنَاۚ رَبَّنَا وَلَا تَحۡمِلۡ عَلَيۡنَآ إِصۡرٗا كَمَا حَمَلۡتَهُۥ عَلَى ٱلَّذِينَ مِن قَبۡلِنَاۚ رَبَّنَا وَلَا تُحَمِّلۡنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِۦۖ وَٱعۡفُ عَنَّا وَٱغۡفِرۡ لَنَا وَٱرۡحَمۡنَآۚ أَنتَ مَوۡلَىٰنَا فَٱنصُرۡنَا عَلَى ٱلۡقَوۡمِ ٱلۡكَٰفِرِينَ [البقرة : ٢٨٦] 
‘হে আমাদের প্রভু, আমাদের উপর বোঝা চাপিয়ে দেবেন না, যেমন আমাদের পূর্ববর্তীদের উপর চাপিয়ে দিয়েছেন। হে আমাদের প্রভু, আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না, যার সামর্থ্য আমাদের নেই। আর আপনি আমাদেরকে মার্জনা করুন এবং আমাদেরকে ক্ষমা করুন, আর আমাদের উপর দয়া করুন। আপনি আমাদের অভিভাবক। অতএব আপনি কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন।’ [সুরা বাকারা : আয়াত ২৮৬]

 

লেখক: আমিন ইকবাল ।

comment
Comments Added Successfully!