• ||
  • Thursday, May 2nd, 2024
  • ||

নামাজে চোখ বন্ধ রাখা যাবে কি?

নামাজে চোখ বন্ধ রাখা যাবে কি?


অনেকে নামাজ পড়া অবস্থায় চোখ বন্ধ রেখে কেরাত পড়েন। রুকু-সেজদা দেওয়ার সময়ও অনেকে চোখ বন্ধ রাখেন। তাদের ধারণা, চোখ বন্ধ রাখলে নামাজে মনোযোগ বৃদ্ধি পায়। অথচ আল্লাহর রাসুল (সা.) থেকে এমন কোনো বিষয় প্রমাণিত নেই। নবীজি (সা.) যখন নামাজ পড়তেন, তখন তিনি তাঁর চোখ দুটো খোলা রাখতেন। দৃষ্টি থাকত সেজদার জায়গায়। তাশাহহুদে বসার সময় তর্জনী আঙুলের ওপর নজর রাখতেন।
     
চোখ বন্ধ করে নামাজ পড়া মাকরুহ। আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজে চোখ খোলা রাখতেন বলেই হজরত আয়েশার (রা.) হুজরায় দেয়ালে টাঙানো নকশাদার পর্দা সামনে থেকে সরিয়ে নিতে বলেছিলেন। সুতরাং সুন্নত হলো, চোখ খোলা রেখে নামাজ পড়া।
     
তবে হ্যাঁ, যদি প্রয়োজন পড়ে; যেমন সামনে কারুকার্য, নকশা, ফুল বা এমন কোনো জিনিস থাকে, যা দৃষ্টি আকর্ষণ করে অথবা মনোযোগ কেড়ে নেয় অথবা কেরাত ভুলিয়ে দেয় এবং তা দূর করা সম্ভব না হয়, তা হলে চোখ বন্ধ করায় দোষ নেই। (বাদায়েউস সানায়ে : ১/২১৬; ফাতাওয়া শামি : ১/৬৪৫; আলমুগনি : ২/৩০)

comment
Comments Added Successfully!