• ||
  • Thursday, May 2nd, 2024
  • ||

সফর শুরুর দোয়া

সফর শুরুর দোয়া
  • আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা.) ভ্রমণ বা সফরে বের হওয়ার সময় উটের ওপর ধীর-স্থির হয়ে বসে তিনবার ‘আল্লাহু আকবার’ বলতেন। তারপর বলতেন, ‘সুবহানাল্লাজি সাখখারা লানা হাজা ওয়া কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযাল বিররা ওয়াত তাকওয়া ওয়া মিনাল আমালি মা তারদা, আল্লাহুম্মা হাউইয়িন আলাইনা সাফারানা হাযা ওয়তয়ি লানা বুদাহু, আল্লাহুম্মা আসতাস সাহিবু ফিস সাফারি ওয়াল খালিফাতু ফিল আহলি ওয়াল মাল, আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন ওয়াসা ইস সাফার ওয়া কাবাতিল মানজার ওয়া সুয়িল মুনকালাব ফিল মালি ওয়াল আহল।’
  •  
  • অর্থ ‘মহাপবিত্র সেই সত্তা, যিনি একে আমাদের জন্য অনুগত করে দিয়েছেন। অথচ আমরা একে বশীভূত করতে সক্ষম ছিলাম না। আর আমরা আমাদের প্রতিপালকের কাছে অবশ্যই প্রত্যাবর্তন করব। হে আল্লাহ! আমরা আপনার কাছে এই সফরের কল্যাণ ও তাকওয়া এবং এমন কাজ প্রার্থনা করি, যা আপনি পছন্দ করেন। হে আল্লাহ! আমাদের ওপর এই সফরকে সহজ করে দিন এবং এর দূরত্ব কমিয়ে দিন। হে আল্লাহ! আপনি এই সফরে আমাদের একমাত্র সাথী এবং পরিবারের ও ধন-সম্পদের আপনি আমার একমাত্র প্রতিনিধি। হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই সফরের কষ্ট, খারাপ দৃশ্য এবং ধন-সম্পদ ও পরিবারের কাছে মন্দ প্রত্যাবর্তন থেকে।’ (সুরা জুখরুফ : ১৩-১৪; মুসলিম : ১৩৪২; আবু দাউদ : ২৫৯৯)।
  •  
  • উল্লেখ্য, তৎকালে ভ্রমণ বা সফরের জনপ্রিয় বাহন ছিল উট। এখন তো অনেক বাহনের প্রচলন রয়েছে। তাই যেকোনো বাহনে করে ভ্রমণ করার সময় এই দোয়া পড়া যেতে পারে।
     
comment
Comments Added Successfully!