• ||
  • Friday, May 17th, 2024
  • ||

রোজা রেখে রক্ত দেওয়ার বিধান

রোজা রেখে রক্ত দেওয়ার বিধান

প্রয়োজনের সময় রোজা অবস্থায় ও রক্ত দেওয়া যায়। এতে রোজার কোনো ক্ষতি হয় না। তবে যদি শারীরিক ভাবে এমন দুর্বল হয় যে, রক্ত দিলে সে রোজা রাখার শক্তি হারিয়ে ফেলবে, তাহলে তার জন্য রক্ত দেওয়া মাকরুহ। প্রয়োজনে রক্তদান একজন রোগীর সেবার অন্তর্ভুক্ত। কারণ পবিত্র কোরআনে আছে, যে ব্যক্তি কোনো মানুষের জীবন রক্ষা করল, সে যেন পুরো মানব জাতিকে রক্ষা করল।

অতএব রোজা ভেঙে যাওয়ার কোনো প্রকার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে মানব সেবা রতরে রমজান মাসে রক্ত দিতে প্রস্তুত থাকা উচিত। এতে করে রোজার সওয়াবের পাশাপাশি মানব সেবার সওয়াব ও পাওয়া যাবে।
হজরত আকরামা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম (সা.) হজের জন্য ইহরাম বাঁধা অবস্থায় শরীর থেকে শিঙ্গার মাধ্যমে রক্ত বের করেছেন এবং রোজা অবস্থায় ও শরীর থেকে শিঙ্গার মাধ্যমে রক্ত বের করেছেন। অন্য হাদিসে এসেছে, হজরত আনাস বিন মালেককে (রা.) জিজ্ঞেস করা হলো, রোজাদারের জন্য শরীর থেকে শিঙ্গা লাগিয়ে রক্ত বের করা কে আপনি কি অপছন্দ করেন? জবাবে তিনি বলেন, না, আমি অপছন্দ করিনা। তবে দুর্বল হয়ে পড়ার ভয় থাকলে ভিন্ন কথা। (সহিহ বুখারি: ১/২৬০; আহসানুল ফাতাওয়া : ৪/৪৩৫)।
 

comment
Comments Added Successfully!