• ||
  • Thursday, May 2nd, 2024
  • ||

সুন্নত নামাজ আদায়ের পুরস্কার

সুন্নত নামাজ আদায়ের পুরস্কার

প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা মুসলমানের জন্য ফরজ। এই পাঁচ ওয়াক্ত নামাজ ঘিরে রয়েছে আরও কিছু সুন্নত ও নফল নামাজ। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের আগে-পরে প্রায় ১২ রাকাত সুন্নতে মুয়াক্কাদা নামাজ রয়েছে। এগুলোর আলাদা ফজিলত ও গুরুত্ব রয়েছে।
     
সুন্নতে মুয়াক্কাদা ওয়াজিবের মতোই। অর্থাৎ ওয়াজিবের ব্যাপারে যেমন জবাবদিহি করতে হবে, তেমনি সুন্নতে মুয়াক্কাদার ক্ষেত্রে জবাবদিহি করতে হবে। তবে ওয়াজিব ছেড়ে দেওয়ার জন্য সুনিশ্চিত শাস্তি পেতে হবে আর সুন্নতে মুয়াক্কাদা ছেড়ে দিলে কখনও মাফ পেয়েও যেতে পারে। তবে শাস্তিও পেতে পারে। ফরজ নামাজের আগে-পরের সুন্নতে মুয়াক্কাদার অত্যধিক গুরুত্ব দেওয়া উচিত। হাদিসে এ নামাজগুলোকে জান্নাতে যাওয়ার মাধ্যম বলা হয়েছে।
     
হজরত উম্মে হাবিবা (রা.) বলেন, আল্লাহর রাসুল (সা.) ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি দিনে-রাতে ১২ রাকাত নামাজ পড়ে তার জন্য জান্নাতে একটি বাড়ি বানানো হয়। জোহরের আগে চার রাকাত। পরে দুই রাকাত। মাগরিবের পরে দুই রাকাত। এশার পরে দুই রাকাত। ফজরের আগে দুই রাকাত।’ (তিরমিজি, হাদিস : ৬৩৬২)

comment
Comments Added Successfully!